সংরক্ষিত আসনে মনোনয়ন দেবে বিএনপি

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১৬:৩৬

অনলাইন ডেস্ক

একাদশ জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে বিএনপি।

১৩ মে (সোমবার) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠিত ২০ দলীয় জোটের বৈঠকে জোট নেতাদের দলের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিএনপি।

বৈঠক সূত্রে জানা যায়, হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপির এমপিদের শপথ গ্রহণের বিষয়টির ব্যাখা দিয়ে বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট নেতাদের বলেন, কৌশলগত কারণে তারা সংসদে গেছেন। একই কারণে তিনি নিজেও শপথ নেননি। তাই এটা নিয়ে বিভ্রান্ত হওয়া কিংবা ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। 

এসময় তিনি একটি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে ২০ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মো. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বৈঠকে বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং সংরক্ষিত আসনের মনোনয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। শীঘ্রই বিএনপি এ ব্যাপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।