x

এইমাত্র

  •  এসএসসি-সমমানে পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ
  •  পাসের হার ও সংখ্যায় এগিয়ে মেয়েরা
  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৫৪৫ জন, মৃত্যু রেকর্ড ৪০ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৭১ হাজার ০২৩ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২৭ লাখ ৩৮ হাজার ৪৬০ জন

জাপান ও সৌদি আরব সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ১৪ মে ২০১৯, ১৫:০৫

জাগরণীয়া ডেস্ক

‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নিতে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া ওআইসি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  প্রধানমন্ত্রীর জাপান ও সৌদি আরবের সফরসূচি চূড়ান্ত হয়েছে।  আগামী ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ২৯ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ বৈঠকে বাংলাদেশকে জাপানের ২২০ কোটি মার্কিন ডলার সহায়তা দেয়ার বিষয়ে একটি চুক্তি সই হতে পারে। এ ছাড়া টোকিওতে ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য দুদিনব্যাপী ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা।

জাপান সফর শেষে ৩০ মে সৌদি আরব রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৩১ মে অনুষ্ঠিতব্য ওআইসি শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন।

এছাড়াও ব্যক্তিগত সফর হিসেবে অন্য একটি দেশেও ভ্রমন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত