৯৯৯-এ কল, শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেলেন তরুণী

প্রকাশ : ০৮ মে ২০১৯, ২২:৩৬

জাগরণীয়া ডেস্ক

৯৯৯- এ কল করে শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেলেন সাদিয়া আক্তার নামে নারায়ণগঞ্জের ফতুল্লার এক কলেজছাত্রী। সাদিয়া সিদ্ধেশ্বরী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।

০৮ মে (বুধবার) দুপুরে ওই কলেজছাত্রীর কাছ থেকে ফোন পেয়ে ফতুল্লা থানা পুলিশ সাদিয়াকে উদ্ধার করে।

সাদিয়া আক্তার বলেন, 'মা-বাবার বেঁধে দেয়া শিকল খুলতে ব্যর্থ হয়ে জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করি। নিজের ঠিকানা দিয়ে জানাই, এই বাসায় আমাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। এ সংবাদ পেয়ে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।'

ফতুল্লা মডেল থানার ওসি মো. আসলাম হোসেন জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফতুল্লার দাপা শিহাচর শাহজাহান রি-রোলিং মিল এলাকায় পুলিশ পাঠান। সেখানে গিয়ে একটি বাড়ি থেকে ওই কলেজছাত্রীকে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাদের পুলিশ উদ্ধার করেন। 

এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা-মাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের এএসআই সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেছেন।

এদিকে, সাদিয়ার বাবা-মায়ের অভিযোগ, মেয়ে অবাধ্য। সাগর নামে ভিন্ন ধর্মের এক ছেলেকে সে ভালোবাসে। মেয়েকে অনেক বুঝিয়ে ব্যর্থ হওয়ায় তাকে শিকল দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নেয়া হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত