শ্রীমঙ্গলে নয় বছরের শিশুকে ধর্ষণ, আটক ০১
প্রকাশ | ০১ মে ২০১৯, ১১:৩৯
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জামাল মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক জামাল ভুনবীর ইউনিয়নের পশ্চিম লৈয়ারকুল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
৩০ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার সাঁতগাও ইউনিয়নের লছনা চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিলেই জামালকে ওই ইউনিয়নের আঐ গ্রাম থেকে আটক করে পুলিশ।
শিশুটির মা জানান, তার মেয়ে বেলা আড়াইটার দিকে অন্য মেয়েদের সাথে পাশের চা বাগানে চা পাতার কুঁড়ি আনতে যায়। সেখানে জামাল কাঁচি দিয়ে ঘাস কাটছিল। এসময় কাঁচির ভয় দেখিয়ে তার মুখ চেপে ধরে চা গাছের নিচে নিয়ে ধর্ষণ করে। বাড়ির পাশে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজ লাগালে বাগানের ভেতর থেকে মেয়েকে বের হতে দেখেন। পরে সে কাঁদতে কাঁদতে ঘটনা তার মায়ের কাছে জানায়। পরে
শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র এ এস পি আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীমঙ্গল থানা পুলিশের কয়েকটি টিম অভিযানে নামে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামাল পাশের গ্রামে লুকিয়ে থাকে। বিকেলেই ভিকটিমের ভাষ্যমতে জামালকে তারা আটক করেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।