‘পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশ-ব্রুনাই সম্মত’
প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১৬:১৫
দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করতে এক সঙ্গে কাজ করতে উভয় দেশই সম্মত হয়েছে। আমরা সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করেছি-বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৩ এপ্রিল (মঙ্গলবার) ব্রুনাইয়ের সরকারি বাসভবন ইসতানা নূরুল ইমানে রয়েল ব্যাঙ্কুয়েট হলে সুলতান আলহাজ হাসানাল বোলকিয়ার দেয়া এক ভোজ সভায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ব্রুনাই একটি শান্তির আবাস ভূমি। যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য এবং শত শত বছরের ঐতিহ্য আধুনিকতাকেও হার মানিয়েছে। বর্তমানে বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। মূল্যবোধ, ধর্ম, সাংস্কৃতিক সম্পর্ক এবং অনেক অভিন্ন বিষয়ের ভিত্তিতে এ সম্পর্ক গড়ে উঠেছে।
প্রধানমন্ত্রী এসময় ১৯৯০ দশকের গোড়ার দিকে ব্রুনাইয়ে তার সফরের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি ব্যবসায়িক ফোরামে যোগ দেয়ার বিষয়টিতে অধিক গুরুত্ব দিচ্ছেন। দু’দেশের ব্যবসায়ী নেতারা বৈঠকে সহযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো চিহ্নিত করতে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী এসময় ব্রুনাইয়ের সুলতান আলহাজ হাসানাল বোলকিয়াকে তার ম্যাজেস্টি দুলি রাজা ইসতেরিকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, কৃষি, মৎস্য, পশুসম্পদ, সংস্কৃতি ও ক্রীড়া এবং এলএনজি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ ও ব্রুনাই এর মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ছয়টি সমঝোতা স্মারক (এমওইউ) ছাড়াও দু'দেশের মধ্যে একটি নোট বিনিময় হয়েছে।
স্থানীয় সময় ২২ এপ্রিল (সোমবার) ব্রুনাইয়ের সুলতানের সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাই’র সুলতান হাজী হাসানাল বলকিয়ার মধ্যে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকের পর সমঝোতা স্মারকগুলো সই হয়।
সমঝোতা স্মারকগুলো হচ্ছে– কৃষি ক্ষেত্রে বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ), মৎস্য ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, পশুসম্পদ ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, সাংস্কৃতিক ও শিল্প সহযোগিতা সম্পর্কিত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক, এলএনজি সরবরাহে সহযোগিতার ক্ষেত্র সম্পর্কিত সমঝোতা স্মারক। এছাড়া কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসার ছাড় সংক্রান্ত নোট বিনিময় হয়।
প্রসঙ্গত, ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে বর্তমানে ব্রুনাই অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।