কমলনগরে দগ্ধ সেই তরুণীর মৃত্যু

প্রকাশ | ২২ এপ্রিল ২০১৯, ১৪:৩২ | আপডেট: ২২ এপ্রিল ২০১৯, ১৫:১৮

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার দগ্ধ সেই তরুণী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

২২ এপ্রিল (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে শরীরের ৫৫ শতাংশ পুড়ে যাওয়া ঐ তরুণীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় অগ্নিদগ্ধ ওই তরুণী বলেন, মোবাইলে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে সালাহ উদ্দিনের সঙ্গে। দেড় বছর আগে বিয়েও করেন সালাহ উদ্দিনকে। কিন্তু বিয়ের সময় সালাহ উদ্দিন প্রথম স্ত্রী সন্তানের কথা গোপন রাখেন। বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম থেকে কমলনগরে গিয়ে স্ত্রীর স্বীকৃতি চাইলে সালাহ উদ্দিন কেরোসিন দিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেন ঐ তরুণী। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, ঐ তরুণী অভিযোগ করে বলেছেন, তার স্বামী তার শরীরে আগুন দিয়েছেন কিন্তু স্থানীয়রা বলছেন, তিনি নিজেই নিজের গায়ে আগুন লাগিয়েছেন। সত্য উদঘাটনে তদন্ত চলছে।