ব্রুনাইয়ের পথে প্রধানমন্ত্রী

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৯, ১১:২০

জাগরণীয়া ডেস্ক

ব্রুনেইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ব্রুনাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

২১ এপ্রিল (রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় দুপুর পৌনে ১টায় ব্রুনেইয়ের রাজধানী বন্দর সেরি বেগওয়ানের ব্রুনেই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এই সফরের মধ্য দিয়ে দুই দেশের জন্য বিনিয়োগের পথ খুলবে বলে আশাবাদ ব্যক্ত করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, এই সফরে দুই দেশের মধ্যে কৃষি, শিল্প ও সংস্কৃতি, যুব ও ক্রীড়া, মৎস্য সম্পদ, প্রাণিসম্পদ ও জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে ছয়টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। সমঝোতা স্মারক ছাড়াও  দুই দেশের কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিতে কূটনৈতিক নোট বিনিময় হতে পারে দ্বিপক্ষীয় বৈঠকের পর।

আগামী ২২ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ সময় সন্ধ্যায় দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত