আপত্তিকর ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেপ্তার 'ট্যাটু বাদশাহ'
প্রকাশ | ১৭ এপ্রিল ২০১৯, ২০:৩৩
অনলাইনে এক নারীর আপত্তিকর ভিডিও প্রকাশ করার অভিযোগে মো. তারিকুল ইসলাম বাদশাহ ওরফে 'ট্যাটু বাদশাহ'কে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৬ এপ্রিল (মঙ্গলবার) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম বলেন, সম্প্রতি এক নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও কুরুচিপূর্ণ কথার ভিডিও অনলাইনে প্রকাশের সঙ্গে জড়িত থাকায় তারিকুল ইসলাম বাদশাহ ওরফে 'ট্যাটু বাদশাহ'র বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রমনা থানায় মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারের পর ভিডিওসহ তার মোবাইল ও ফেসবুক পেজ জব্দ করা হয়েছে।
এদিকে বুধবারই তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।