নুসরাতের হত্যাকারীদের বিচারের দাবিতে পদযাত্রা

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৩:৩৭

জাগরণীয়া ডেস্ক

ফেনীর সোনাগাজীতে যৌন নিপীড়নের প্রতিবাদ করায় মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে ‘যৌন নিপীড়ন ও ধর্ষণবিরোধী পদযাত্রা’ শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

১২ এপ্রিল (শুক্রবার) সকালে রাজধানীর শাহবাগে গৌরব একাত্তরের আহবানে এ পদযাত্রাটি জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। চেতনা বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এতে অংশ নেন। 

সমাবেশে ঢাবির উপ-উপাচার্য ড. আবদুস সামাদ বলেন, সিরাজ উদদৌলার মতো ব্যক্তিরা আজও আমাদের সমাজে উপস্থিত এটা ভেবে আমরা শিউরে উঠি। এমনটা মোটেও কাম্য নয়। এমন ঘটনার সঙ্গে জড়িত সবার বিচারের পাশাপশি যারা এদের আশ্রয় দেয়, মদদ দেয়, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

পূর্ণিমা ফাউন্ডেশনের চেয়ারম্যান পূর্ণিমা রানী শীল নুসরাত হত্যার বিচার চেয়ে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন। 

চেতনা বাংলাদেশ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পূর্ণিমা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এতে অংশ নেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত