রমযানে নিত্যপণ্যের মূল্য না বাড়াতে প্রধানমন্ত্রীর অনুরোধ

প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৯, ১৩:৫৫

জাগরণীয়া ডেস্ক

আসন্ন রমজানে ছোলা, ডাল, চিনিসহ নিত্যপণ্যের মূল্য না বাড়াতে ব্যবসায়ীদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

তিনি বলেছেন, সামনে রমজান। এসময় প্রয়োজনীয় স্রব্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করুন এবং সেই সাথে দামও যেন কম থাকে সে বিষয়টি দেখতে হবে।  

৩ এপ্রিল (বুধবার) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থাপিত সিটি ইকোনমিক জোনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ অনুরোধ জানান। ভিডিও কনফারেন্সে রূপগঞ্জ প্রান্ত থেকে সিটি ইকোনমিক জোনের ফজলুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। 

এর আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনী অর্থনৈতিক জোন নিয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর’সহ ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন ও ১৩টির অর্থনৈতিক অঞ্চলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত