কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নারী নিহত
প্রকাশ | ৩১ মার্চ ২০১৯, ১৭:২১
কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুমানা আক্তার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বদরুল ইসলামের স্ত্রী। তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
৩১ মার্চ (রবিবার) ভোরে টেকনাফের দমদমিয়া এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফের দমদমিয়া এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে রুমানা আক্তার নামে এক রোহিঙ্গা নারী নিহত হয়েছেন। সে লেদা রোহিঙ্গা ক্যাম্পের বদরুল ইসলামের স্ত্রী।
টেকনাফে বিজিবি-২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, ঐ এলাকায় এক নারী ইয়াবা পাচার করতে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি দমদমিয়া এলাকায় অভিযানে যায়। এ সময় ওই নারী বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে রুমানার মরদেহ উদ্ধার করা হয়।