গুলশানে কাঁচাবাজারে আগুন: ভস্মীভূত ১৫০ দোকান

প্রকাশ : ৩০ মার্চ ২০১৯, ১২:১২

জাগরণীয়া ডেস্ক

গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেট লাগোয়া কাঁচাবাজারে আগুন লাগার ঘটনায় দেড়শর মতো দোকানের সবগুলোই ভস্মীভূত হয়েছে। 

৩০ মার্চ (শনিবার) ভোর পৌনে ৬টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তেজগাঁও ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আলমগীর হোসেন বলেন, ভোর ৫টা ৫০ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টির মতো ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেন। সাথে ছিলেন সামরিক বাহিনীর সদস্যরাও। 

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের উপপরিচালক এনায়েত হোসেন বলেন, “আগুন এখন নিয়ন্ত্রণে এসেছে।”

ডিএনসিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম তালাল রিজভী জানান, “কোনোটিই আর নেই। সবগুলো পুড়ে গেছে।”

আগুন নিয়ন্ত্রণে আসার পরও কাঁচাবাজার অংশ থেকে ধোঁয়া বের হচ্ছিল। তল্লাশির সময় বেরিয়ে আসছিল পোড়া মাছ-মুরগি, বিভিন্ন রকম খাদ্যপণ্যের ক্যান। গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটের দোতলা ভবনের পূর্ব পাশঘেঁষে লোহার কাঠামোর উপর টিন দিয়ে গড়ে ওঠা এই কাঁচাবাজারে মাংস ও মাছের দোকানের পাশাপাশি মুদি ও সুগন্ধীর দোকান ছিল। আমদানি করা খাদ্যপণ্য ও প্রসাধনীর অনেক দোকানের পাশাপাশি প্লাস্টিকের খেলনার দোকানও ছিল সেখানে।

এর আগে ২০১৭ সালের ২ জানুয়ারি গুলশান ১ নম্বর ডিএনসিসি মার্কেটে আগুন লাগার ঘটনায় পুড়ে যায় এই কাঁচাবাজারও। নতুন করে গড়ে উঠা এই মার্কেট ফের পুড়ে ছাই হলো। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত