যৌতুকের দাবীতে কলারোয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যা

প্রকাশ : ২৯ মার্চ ২০১৯, ১৭:১৬

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরার কলারোয়ায় সাবানা খাতুন (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে তার স্বামী রিপন হোসেন পলাতক রয়েছে। নিহত গৃহবধূ সাবানা যশোরের শংকরপুরের সামটা গ্রামের ইসমাইল গাজীর মেয়ে।

২৮ মার্চ (বৃহস্পতিবার) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার রামভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

এদিকে নিহতের ভাই আবুল কাশেম জানান, প্রায় ১০ বছর আগে কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে রিপন হোসেনের সাথে বিয়ে হয় সাবানার। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে সাবানাকে নানাভাবে অত্যাচার করে আসছিল রিপন। গত ১৫দিন পূর্বে তার বোনকে যৌতুকের দাবিতে বেধড়ক নির্যাতন করে রিপন। বৃহস্পতিবার রাতে সাবানাকে বাঁশের লাঠি ও গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে রিপন। স্থানীয়রা খবর পেয়ে অসুস্থ সাবানাকে প্রথমে স্থানীয় গয়ড়া ক্লিনিকে এবং পরে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত