নারী ইউপি সদস্যের কান ছিঁড়ে দিলেন চেয়ারম্যান

প্রকাশ | ২৯ মার্চ ২০১৯, ১৬:৫৩

অনলাইন ডেস্ক

ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (ভিজিডি) কার্ড বিতরণের দ্বন্দ্বকে কেন্দ্র করে আলেয়া খাতুন নামে এক ইউপি সদস্যের কান ছিঁড়ে দেয়ার অভিযোগ উঠেছে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন মণ্ডলের বিরুদ্ধে। 

গত ২৭ মার্চ (বুধবার) দুপুরে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে ভিজিডি কার্ডের ভাগ-বাটোয়ারা নিয়ে বাগবিতণ্ডা থেকে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কার্ড নিয়ে দ্বন্দ্বের এক পর্যায়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে ওই নারী সদস্যকে মারধর করেন। এতে তার বাম হাত ভেঙে যায় এবং কানের লতি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়। পরে তাকে  প্রথমে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে টাঙ্গাইলের নাগরপুর হাসপাতালে স্থানান্তর করা হয়।