বনানী অগ্নিকাণ্ড

আরও একজনের মৃত্যু, বাড়তে পারে নিহতের সংখ্যা

প্রকাশ : ২৮ মার্চ ২০১৯, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছেন বিভিন্ন মেডিকেলের চিকিৎসকরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ আল ফারুক।

২৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ঢামেক বার্ন ইউনিটের প্রফেসর ডা. সাজ্জাদ খন্দকার বলেন, আমাদের এখানে কিছুক্ষণ আগে দুই রোগী এসেছিল। এদের মধ্যে আব্দুল্লাহ আল ফারুক নামে একজন দগ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে। আবু হোসেন নামে আরেকজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

এর আগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া নিরাস চন্দ্র (৩৫) নামের এক শ্রীলঙ্কান নাগরিককে মৃত ঘোষণা করা হয়। আগুন থেকে বাঁচতে লাফ দিয়ে নিচে নামার সময় পড়ে তিনি মারা যান।  

উল্লেখ্য, রাজধানীর বনানীতে এফআর টাওয়ার নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ২৮ মার্চ (বৃহস্পতিবার) বেলা ১টার দিকে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত