গৃহবধূর চুল কেটে, গাছে বেঁধে পাশবিক নির্যাতন
প্রকাশ | ২৮ মার্চ ২০১৯, ১৪:৫০
ছেলের বিয়ে কখনোই মেনে নিতে পারেননি ছেলের পরিবারের লোকেরা। আর তারই প্রেক্ষিতে ছেলের স্ত্রীর চুল কেটে, তাকে গাছে বেঁধে পাশবিক নির্যাতন চালিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা। কুষ্টিয়ার ভেড়ামারায় গত ২৪ মার্চ এ নির্যাতনের ঘটনা ঘটে। কিন্তু ঘটনার চার দিন পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
নির্যাতিত ঐ গৃহবধূ জানান, গত ২৪ মার্চ (রবিবার) বাড়িতে বসে গল্প করছিলেন তিনি। এ সময় শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য হঠাৎ তার স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। তাকে মারধর করে মাথার চুল কেটে দেন তারা। এরপর ৫-৬ জন মিলে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন। তার গায়ের কাপড়ও ছিঁড়ে ফেলেন তারা। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তাদের বিয়ে মেনে নিতে না পারায় তার স্ত্রীকে নির্যাতন করা হয়েছে বলে দাবি করেছেন নির্যাতিতের স্বামী।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম খন্দকার বলেন, নির্যাতনের ঘটনায় নির্যাতনের শিকার নারী নিজেই বাদী হয়ে ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।