মুন্সিগঞ্জে ইয়াবাসহ আটক ১
প্রকাশ | ২৫ মার্চ ২০১৯, ১৮:১০
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা থেকে ইয়াবা ও নগদ টাকাসহ এক নারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক নারীর নাম বিবি ফাতেমা (৩০)।
২৪ মার্চ (রবিবার) রাতে র্যাব-১১ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক ফাতেমা উপজেলার কুচিয়ামোড়া বাইদ্যাপাড়া গ্রামের ইমাম হাসানের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর কমান্ডার, পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মার্চ (শনিবার) রাতে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় অভিযান চালিয়ে ফাতেমাকে আটক করে র্যাব-১১। সেসময় তার কাছ থেকে ৭০০ পিস ইয়াবা ও এক লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিরাজদিখান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।