জাতীয় পার্টির নতুন উপনেতা রওশন এরশাদ

প্রকাশ | ২৩ মার্চ ২০১৯, ১৯:০৩

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদে বিরোধী দল জাতীয় পার্টির নতুন উপনেতা হিসেবে স্ত্রী রওশন এরশাদকে দায়িত্ব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

২৩ মার্চ (শনিবার) বিকেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বরাবর এ সংক্রান্ত চিঠি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।

চিঠিতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান, প্রধান বিরোধী দলীয় নেতা এবং পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান হিসেবে আমি প্রধান বিরোধী দলের উপনেতার পদ থেকে জনাব গোলাম মোহাম্মদ কাদেরকে অপসারণ করছি। এখন প্রধান বিরোধী দলের উপনেতার পদে বেগম রওশন এরশাদকে মনোনীত করা হল’।
 
জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে। এর আগে দশম জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ছিলেন বর্তমানে দলের জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ।