দুর্ঘটনায় স্কুলছাত্রী আহত, বোনাপোলে সড়ক অবরোধ

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৩:৫৪

জাগরণীয়া ডেস্ক

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রী আহত হওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মোফতাহুল জান্নাত নিপা নামে আহত ঐ শিক্ষার্থী বুরুজবাগান পাইলট বালিকা বিদ্যালয়ের ছাত্রী। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

২০ মার্চ (বুধবার) সকাল ৮টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, “সকালে ভ্যানে করে স্কুলে যাওয়ার পথে পল্লী বিদ্যুতের একটি জিপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নিপাকে ধাক্কা দিলে আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।”

ঘটনার পর পরই নাভারন-সাতক্ষীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় যশোর-বেনাপোল ও যশোর -সাতক্ষীরা মহাসড়কের সকল যান চলাচল। এ সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা পল্লী বিদ্যুতের সেই গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় দুই ঘন্টা বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবস্থান কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা।

যশোর সদর হাসপাতালের চিকিৎসক আব্দুর রউফ জানান, মেয়েটির ডান হাঁটুর নিচের অংশ কেটে বাদ দেওয়া হয়েছে। তার বাম পা ও ডান হাত ভেঙ্গে গেছে।  

শার্শা থানার ওসি এম মশিউর রহমান বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত