'বাংলাদেশের সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর'
প্রকাশ | ১৯ মার্চ ২০১৯, ১৭:২২
বাংলাদেশের সঙ্গে নিজের সম্পর্ককে অনেক গভীর বলে দাবি করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। ১৮ মার্চ (সোমবার) সন্ধ্যায় ঢাকা ক্লাবে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসকে সংবর্ধনা জানাতে ও ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকাকে বিদায়ী অভিবাদন জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রীভা গাঙ্গুলী দাস বলেছেন, "বাংলাদেশের সঙ্গে আমার বহুদিনের সম্পর্ক। এ সম্পর্ক অনেক গভীর। আমি পেশাগত কাজে বহুবার বাংলাদেশে এসেছি। এখানে থেকেছি। তাই বাংলাদেশ আমার অনেক চেনা"।
তিনি আরও বলেন, "বাংলাদেশ ও ভারতের যৌথ সহযোগিতার মধ্যে দিয়ে উভয় দেশের জনগণেরই উন্নত ও সমৃদ্ধ জীবন নিশ্চিত হবে। দুই প্রতিবেশী দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও নিবিড় করতে আমি কাজ করে যাবো"।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী।