বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ছিনতাইয়ের শিকার রাবি ছাত্রী

প্রকাশ : ১৮ মার্চ ২০১৯, ১৫:১৫

জাগরণীয়া ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ববিতা রানী মাহতো নামে সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী ক্যাম্পাসের গেইটে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

১৭ মার্চ (রবিবার) রাত ৮ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের কাছে এ ঘটনা ঘটে।

জিডি করার বিষয়টি নিশ্চিত করে ছিনতাইয়ের শিকার ঐ ছাত্রী জানান,  বিনোদপুর থেকে রিকশায় করে ক্যাম্পাসে ফেরার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের  মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা আমার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়। অন্ধকার থানায় কাউকে চেনা সম্ভব হয়নি। মোটরসাইকেলের নম্বরটিও তিনি দেখতে পাননি। 
ব্যাগের মধ্যে আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্র,  ১৭০০ থেকে ১৮০০ এর মতো টাকা এবং একটি মোবাইল ফোন ছিল। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ছিনতাইয়ের ঘটনা দুঃখজনক। ছিনতাই ঠেকাতে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হবে।”

এ প্রসঙ্গে মতিহার থানার এসআই কাদের জানান, ঐ ছাত্রী ঘটনার পর থানায় জিডি করেছেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত