রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন রীভা গাঙ্গুলী
প্রকাশ | ০৮ মার্চ ২০১৯, ১৩:০৮
অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।
৭ মার্চ (বৃহস্পতিবার) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে রীভা তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় তারা উভয়েই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন।
গত ১ মার্চ ঢাকায় আসেন রীভা। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা ছাড়েন গত ৭ জানুয়ারি।
রীভা গাঙ্গুলী দাস ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।