মায়ের অভিযোগ, কারাগারে গেলো মাদকাসক্ত ছেলে
প্রকাশ | ০৬ মার্চ ২০১৯, ০০:৫০
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অভিযোগ দায়ের করলেন মা, আর তারই ফলাফলে ছেলেকে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৪ মার্চ (সোমবার) রাতে নীলফামারীর সৈয়দপুরে এ ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ওই ছেলেকে পরে জেলহাজতে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. কায়সার আহমেদ (২২)। তিনি সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার অফিসার্স কলোনির মৃত আকবর আলীর ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিমানবন্দর সড়কের একটি মোটরসাইকেল গ্যারেজে কর্মচারী হিসেবে কাজ করতেন কায়সার। নেশার টাকার জন্য প্রায়ই মায়ের কাছে টাকা চাইতেন কায়সার। টাকা দিতে অস্বীকার করলে চলতো মা-বোনের ওপর অত্যাচার। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ৪ মার্চ (সোমবার) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দাখিল করেন কায়সারের মা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরপর বিষয়টি থানা-পুলিশকে অবহিত করলে, পুলিশ সেদিন সন্ধ্যায়ই কায়সারকে আটক করে। পরে রাতেই মাদকাসক্ত কায়সারকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কায়সারকে নয় মাসের কারাদণ্ড দেন।