রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
প্রকাশ | ০৪ মার্চ ২০১৯, ১৫:০৭
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে তৈয়বা (২০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী আব্দুর রহিম।
৪ মার্চ (সোমবার)সকাল ১০টার দিকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২০ এসবি ব্লকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী রহিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামীর সঙ্গে কথা কাটাকাটি হয় তৈয়বার। এক পর্যায়ে স্বামী দা দিয়ে আঘাত করে স্ত্রীকে। এতে সে ঘটনাস্থলে মারা যায়।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে স্ত্রীকে কোপ দেয় রহিম। এতে সে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে স্বামী রহিমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।