বাল্যবিবাহ করতে আসায় জরিমানা
প্রকাশ | ০১ মার্চ ২০১৯, ২১:৫৬
বাল্যবিবাহ করতে আসার অপরাধে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক বরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের জারিলা গ্রামের আবদুল খালেকের ছেলে মো. কাওছার (২৪) তেঁতুলিয়া পশ্চিমপাড়ার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে বিয়ে করতে আসেন। খবর পেয়ে রাত ৯টার দিকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মো. আনিসুর রহমান বিয়েবাড়িতে উপস্থিত হন। তিনি সেখানে গিয়ে এ বিয়ে ভেঙে দেন এবং বাল্যবিবাহের অভিযোগে বরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এ ছাড়া কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেন তিনি। এসময় মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মেয়েটির বাবা লিখিত মুচলেকা দেন।