স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যাবজ্জীবন
প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০০
স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের দায়ে মানিকগঞ্জে মো. মেহেদী হাসান নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন আদালত।
২৫ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসাইন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পিপি এ কে এম নুরুল হুদা রুবেল জানান, ঐ স্কুলছাত্রীকে স্কুলে যাওয়া-আসার পথে প্রায়ই কুপ্রস্তাব দিতো মেহেদী। বিষয়টি অভিভাবক ও শিক্ষকদের জানানো হলে তারা তাকে সতর্ক করে দেন। কিন্তু ২০১২ সালের ২৪ নভেম্বর সকালে স্কুলে যাওয়ার পথে অজ্ঞাত ৫/৬ জন সঙ্গীর সহযোগিতায় মেহেদী একটি মাইক্রোবাসে করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। তারপর ঐ স্কুলছাত্রীকে ঢাকার মহাখালীতে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে মেহেদী।
নুরুল হুদা আরো জানান, এই ঘটনায় ২০১২ সালের ২ ডিসেম্বর হরিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। ২০১৩ সালের ১০ জুন মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে বিচারক এ রায় দেন।