মিরপুরে আগুন লেগে গৃহকর্মীর মৃত্যু

প্রকাশ | ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:২১

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকার একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় লিজা (১৮) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

২৫ ফেব্রুয়ারি (সোমবার) সকালে দক্ষিণ বিশিল এলাকায় ছয়তলার একটি ভবনের চারতলায়  এ অগ্নিকাণদের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২০ মিনিটে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের ডিউটিরত কর্মকর্তা এরশাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ ভবনের চারতলায় এক দম্পতি ও তার গৃহকর্মী লিজা থাকেন। সকালে ওই দম্পতিরা অফিসে চলে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গৃহকর্মী লিজা দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে বাসার রুমে থাকা এসিতে আগুন লেগেছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান,  দগ্ধ লিজাকে হাসপাতালে আনা হলে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।