চকবাজার অগ্নিকাণ্ডে নিহত যাদের পরিচয় মিলেছে

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৪৬ জনের মরদেহের পরিচয় শনাক্তের পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি লাশগুলো পুড়ে বিকৃত হয়ে যাওয়ায় তা শনাক্তে ডিএনএ পরীক্ষা প্রয়োজন। ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ২২টি মরদেহ এবং সন্ধ্যা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত বাকি ২৩টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 

নিহত যে ৪৬ জনের পরিচয় শনাক্ত করা গিয়েছে তারা হলেন, 

কামাল হোসেন (৪৫), পিতা: নূর মোহাম্মদ, বেগমগঞ্জ, নোয়াখালী; 
অসি উদ্দিন (২৩), পিতা: নাসির উদ্দিন, ধানমণ্ডি, ঢাকা; 
মোশাররফ হোসেন (৪৩), পিতা: মো. মাহফুজুর রহমান, নোয়াখালী; 
হাফেজ মো, কাউসার আহমেদ (২৬), পিতা: মো. খলিলুর রহমান, শ্রীপুর, হোমনা, কুমিল্লা; 
আলী হোসেন (৬৫), পিতা: মৃত বুলু মিয়া, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী; 
মো. ইয়াসিন (৩৩), পিতা: মৃত আবদুল আজিজ, ১৭ কেবি রোড, চকবাজার, ঢাকা; 
শাহাদৎ হোসেন (৩০), পিতা: মৃত মোসলেম উদ্দিন, নারায়ণপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা; 
আবু বকর সিদ্দিক (২০), মোহাম্মদপুর, হাজীগঞ্জ, চাঁদপুর; 
জুম্মন (৫২), ৩২/৩২ ওয়াসা রোড, চকবাজার ঢাকা; 
মজিবুর হওলাদার (৫০), সন্তোষপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী; 
হেলাল উদ্দিন (৩২), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী; 
আশরাফুল হক (২০), পিতা: মৃত জামশেদ মিয়া, ফরহাদাবাদ, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া; 
ইমতিয়াজ ইমরোজ রাসু (২২), পিতা: নজরুল ইসলাম, বেড়া, পাবনা; 
মো. সিদ্দিক উল্লাহ (৪৫), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী; 
মাসুদ রানা (৩৫), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী; 
অপু রায়হান (৩১), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা; 
আরাফাত আলী (৩), পিতা: মৃত মোহাম্মদ আলী, ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা; 
মোহাম্মদ আলী (২২), ৪৬/২, ওয়াটার ওয়ার্কস রোড, চকবাজার, ঢাকা; 
মাহবুবুর রহমান রাজু (২৯), পিতা: সাহেব উল্লাহ, নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী; 
এনামুল হক কাজী (২৮), পিতা: মোতালেব কাজী, রামপুর, মির্জাগঞ্জ, পটুয়াখালী; 
সিয়াম আরাফাত (১৯), পিতা: মো. ইসমাইল, ৪ নাজিমউদ্দিন রোড, বংশাল, ঢাকা; 
ওমর ফারুক (৩০), পিতা: আবদুল করিম, মুন্সিকান্দি, নড়িয়া, শরীয়তপুর;
সোলায়মান (২৫), মধুপুর, টাঙ্গাইল।
মিঠু (২৮), তার স্ত্রী সোনিয়া আক্তার (২৮) ও ছেলে সাহির (৪), লালবাগ, ঢাকা;
আব্দুর রহিম দুলাল (৪৫), পিতা: আলী আজম, সোনাইমুড়ি, নোয়াখালী;
আনোয়ার হোসেন (৩৫), পিতা: সিরাজ মিয়া, সোনাইমুড়ি, নোয়াখালী;
আনোয়ার হোসেন (৩৩), পিতা: রিয়াজ উদ্দিন, সোনাইমুড়ি, নোয়াখালী;
নাছির উদ্দিন (৩৫), নাটেশ্বর, সোনাইমুড়ী, নোয়াখালী;
মিরাজ খান নয়ন (২৪), পিতা: ফিরোজ খান, লালবাগ, ঢাকা;
আয়শা খাতুন (৪৫), স্বামী: রফিকুল ইসলাম, চকবাজার, ঢাকা;  
সৈয়দ খবির উদ্দিন (৩৮), পিতা: সৈয়দ কামাল উদ্দিন। চৌদ্দগ্রাম, কুমিল্লা;
জসিম উদ্দিন (২২), পিতা: শহিদুল ইসলাম, কোম্পানীগঞ্জে, নোয়াখালী;
বিল্লাল (৪৭), শরীয়তপুর;
ইসহাক ব্যাপারী (৪২), কামরাঙ্গীরচর, ঢাকা;
শামছুল হক (৬৮), পিতা: চান মিয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর;
খোরশেদ আলম (২২), পিতা: আবুবকর, নাগেশ্বরী, কুড়িগ্রাম;
রাজু (১৮), পিতা: মোজাম্মেল হক, নাগেশ্বরী, কুড়িগ্রাম;
সজিব (২৩), পিতা: আ. কাদের, কুড়িগ্রাম সদর, কুড়িগ্রাম;
জয়নাল আবেদীন (৫৫), চকবাজার, ঢাকা;  
আনোয়ার হোসেন (২৮), পিতা: সালাম ভুঁইয়া
পারভেজ (২৩) এবং সাইফুল ইসলাম (৩৩)

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি (বুধবার) রাত সাড়ে ১০টার পর চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় চুড়িহাট্টা শাহী মসজিদের পাশে ৬৪ নম্বর হোল্ডিংয়ের ওয়াহিদ ম্যানসনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওয়াহিদ ম্যানসনের নিচতলায় প্লাস্টিকের গোডাউন ছিল। ওপরে ছিল পারফিউমের গোডাউন।

এলাকাবাসী বলছেন, ওই ভবনের কারখানা থেকে আগুন ছড়িয়েছে।

খবর পেয়ে এ আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। 

ওই অগ্নিকণ্ডে সর্বশেষ ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক মানুষ; খোঁজ নেই অনেকের।

 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত