বার্ন ইউনিটে ৯ জনের অবস্থাই গুরুতর
প্রকাশ | ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১
রাজধানীর চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের কয়েকটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। ২১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর বেলা দেড়টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অগ্নিকাণ্ডে ৭৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এই ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিতে এসেছেন ১৮ জন। এদের মধ্যে নয়জন চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকি নয়জনের অবস্থা গুরুতর। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন এ তথ্য জানান।
বার্ন ইউনিটে ভর্তি আহতরা হচ্ছেন, আনোয়ার (৫৫), মাহমুদুল (৫২), সেলিম (৪৪), হেলাল (১৮), রেজাউল (২১), জাকির (৩৫), মোজাফ্ফর (৩২), সোহাগ (২৫) ও সালাউদ্দীন (৪৫)। এর মধ্যে সোহাগের শরীরের ৬০ শতাংশ ও রেজাউলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া আনোয়ার, রেজাউল, জাকির ও সোহাগের শ্বাসনালি পুড়ে গেছে।
সামন্তলাল সেন বলেন, চিকিৎসাধীন নয়জনের কেউই ঝুঁকিমুক্ত নন। এদের মধ্যে চারজনের অবস্থা বেশি গুরুতর। একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। খুব দ্রুত আরও দুজনকেও আইসিইউতে নেওয়া হবে।
সামন্তলাল সেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে তার সঙ্গে যোগাযোগ করে রোগীদের পরিস্থিতি জানতে চেয়েছেন।