‘রোহিঙ্গা সংকট নিরসন বৈশ্বিক আলোচনায় থাকা গুরুত্বপূর্ণ’

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১১:১৭

জাগরণীয়া ডেস্ক

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে ফেরার অধিকারের বিষয়টি বৈশ্বিক আলোচনায় অবশ্যই গুরুত্ব সহকারে থাকা উচিত বলে মন্তব্য করেছেন ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট এবং নারী ও সমতা বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট।

১৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকায় ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে এক মতবিনিময় অনুষ্ঠানে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক সেক্রেটারি অব স্টেট এবং নারী ও সমতা বিষয়ক মন্ত্রী পেনি মরডান্ট এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে যুক্তরাজ্যের সহায়তা অব্যাহত থাকবে।

গত ১৮ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয়বারের মতো কক্সবাজার সফরকালে ব্রিটিশ মন্ত্রী আবারও বলেন, রোহিঙ্গাদের যে দুঃখ-দুর্দশা তিনি প্রত্যক্ষ করেছেন, তা ভুলে যাওয়ার নয়। 

পরে ঢাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, তিনি রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য মিয়ানমারের যেসব পরিবর্তন হওয়া দরকার তার জন্য চাপ দেয়ার চেষ্টা করে যাবেন।

ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইকও এসময় উপস্থিত ছিলেন। ব্রিফিংকালে ব্রিটিশমন্ত্রী রোহিঙ্গা ও স্থানীয় কমিউনিটিকে রক্ষার ব্যাপারে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত