ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃতি, আটক ০১

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৫১

জাগরণীয়া ডেস্ক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তির ছবি বিকৃত করে প্রকাশ করার অভিযোগে মো. নজরুল ইসলাম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। অভিযুক্ত নজরুল বরিশালের মুলাদী উপজেলার পূর্ব তেরচাঁদ এলাকার মৃত আব্দুল গণি হাওলাদারের ছেলে।

১৩ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক নজরুল তার নিজ নামের (Nojrul Islam) ফেসবুক আইডির মাধ্যমে দীর্ঘদিন যাবৎ প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনারের বিকৃত ছবি,  র‌্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনারসহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তিদের নামে মানহানিকর বক্তব্য, সরকারবিরোধী বিভিন্ন তথ্য প্রচার করে আসছিলো।

তথ্যপ্রযুক্তির সাহায্যে মুলাদী বাজারের ‘নোমান পাখি ঘর’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে জজরুলকে হাতেনাতে আটক করে র‌্যাব-৮।  এসময় তার কাছ থেকে  দু’টি মোবাইল ও তিনটি সিমকার্ড উদ্ধার করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত