স্ত্রী হত্যা মামলার আসামির কারাগারে আত্মহত্যা
প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৩
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত মিলন মোল্লা (২৪) নামে এক বন্দী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
১২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজবাড়ী জেলা কারাগারে আত্মহত্যার চেষ্টা করেন আসামি মিলন মোল্লাা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে রাতে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার আনোয়ার উল করিম জানান, নিহত মিলন মোল্লাা গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়ার মৃত বারেক মোল্লার ছেলে। স্ত্রীকে হত্যা মামলায় ২০১৭ সালের ২১ ডিসেম্বর জেলা কারাগারে আসেন মিলন। মঙ্গলবার হঠাৎ ওষুধের কথা বলে কারা হাসপাতালে না গিয়ে হাসপাতালের দুতলায় গিয়ে ছোট একটি রশি নিয়ে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত কারারক্ষী বিষয়টি দেখতে পেয়ে সবাইকে খবর দেয় এবং পরে তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করে মিলন।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আলী আহসান তুহিন জানান, মঙ্গলবার রাতে জেলা কারাগারের এক হাজতিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার ২০ মিনিট পর তার মৃত্যু হয়। মরদেহের গলায় রশি দিয়ে ফাঁসের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।