টাঙ্গাইলে বাস চাপায় মেয়ের মৃত্যু, মা আহত
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩০
অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের বাসাইলে ট্রাক চাপায় জাহানারা (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জাহানারা মির্জাপুরের বেলতুলি এলাকার হাসান আলী খানের মেয়ে। এ ঘটনায় তার মা বাচাতন (৭০) আহত হয়েছেন। তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলার বাঐখোলা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোড়ায় হাইওয়ে থানার এসআই তারেকুজ্জামান জানান, ঐ এলাকায় রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।