মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
প্রকাশ | ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১১
বগুড়ায় মা রওশন আরা (৫৬) কে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ রায়হান (৪৫) কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত রায়হান বগুড়ার কাহালু উপজেলার বাথৈ গ্রামের আব্দুর রহমান বাচ্চুর ছেলে।
০৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ গোলাম ফারুক এই আদেশ দেন।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদ্ম দেব জানান, ২০০৯ সালে ২৭ জুলাই সকাল সাড়ে ৮টার দিকে রায়হান তার বাবাকে তার নামে বাড়ি লিখে দিতে বলে। কিন্তু এতে রাজি না হওয়ায় বাবার উপর চড়াও হয় রায়হান। এসময় স্বামীকে বাঁচাতে এগিয়ে আসেন রওশন হারা। কিন্তু ছেলের হাতে তিইও নির্যাতনের শিকার হন। কলহের এক পর্যায়ে মায়ের বুক ও পেটে ছুরিকাঘাত করে রায়হান। উদ্ধার করতে গেলে রায়হান তার বোন রাবেয়া খাতুনকেও এলোপাথারি মারধোর করেন। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গেলে রায়হান পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় মা রওশন আরার।
এ ঘটনায় রাবেয়া খাতুন তার ভাই রায়হানকে আসামি করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০০৯ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই শরিফুল ইসলাম।