প্রধানমন্ত্রীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর চা-চক্র আজ

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:১০

জাগরণীয়া ডেস্ক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসেছিল মহাজোট সরকার, সেই সকল রাজনৈতিক দলগুলোকে চা-চক্রে আমন্ত্রণ জানানো হয়েছে।

০২ ফেব্রুয়ারি (শনিবার) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সবুজ লনে বিকেল সাড়ে ৩টায় এ চা-চক্র অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রটোকল উইং সূত্রে জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টি, যুক্তফ্রন্টসহ বামদলগুলোকে শনিবারের চা-চক্রে নিমন্ত্রণ করা হয়েছে। তবে ইতোমতো সংলাপে অংশ নিলেও এবার চা-চক্রে অংশ নিচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তারা। 

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টসহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের সংলাপ হয়। এর ধারাবাহিকতায় চা-চক্রে অংশ নেওয়ার জন্য দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়। এর আগে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিক এবং সাহিত্য-সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে চা-চক্রে মিলিত হয়েছিলেন প্রধানমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত