জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৫৪

অনলাইন ডেস্ক

জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া।

৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা ১২টায় শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী। এসময় তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী উপস্থিত সাংবাদিকদের বলেন, সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। নির্বাচনের বিজয়ী যারা এখনও শপথ নেননি তাদের শপথ নেয়ার সুযোগ রয়েছে। আমি সংসদের স্পিকার হিসেবে এমনভাবে সংসদ পরিচলনা করতে চাই যাতে সরকারি দলসহ সবাই সুযোগ পান। গঠনমূলক সমালোচনা, আলোচনা ও অর্থবহ বির্তকের মধ্য দিয়েই গণতন্ত্র সুসংহত হয়। 

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সংসদে সরকার দলীয় এবং বিরোধী দলের সংসদ সদস্যদের কার্যকর ভূমিকার মাধ্যমে বাংলাদেশ উন্নয়নের ধারায় আরো এগিয়ে যাবে।