প্রায় ১৪ হাজার ইয়াবাসহ মা-ছেলে আটক

প্রকাশ | ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:০৯

অনলাইন ডেস্ক

কক্সবাজারে ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবাসহ মো. রতন মিয়া (৩৮) ও তার মা মোছাম্মত নাছিমা (৬০) কে আটক করেছে পুলিশ। আটককৃতরা বর্তমানে ঢাকার দক্ষিণখান ফাইদাবাদ এলাকার জব্বর সাহেবের বাড়িতে ভাড়া থাকেন। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জের ভৈরব থানার ভৈরবপুর উত্তর আটি গ্রামে। 

৩০ জানুয়ারি (বুধবার) এ অভিযান চালায় র‍্যাব। 

র‌্যাব-৭, সিপিসি-২ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মেহেদী হাসান জানান, বিপুল পরিমাণ ইয়াবা কখবাজার থেকে চট্টগ্রামে গোপনে এমন খবর পেয়ে বাংলাবাজার বাঁকখালি ব্রিজের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র‌্যাব। এ সময় টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৩-৫৬৬০) তল্লাশির জন্য সংকেত দিলে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রতন ও নাছিমা। পরে র‍্যাব তাদের ধাওয়া আটক করে। এসময় গাড়িটিতে তল্লাশি চালালে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব।

তিনি আরও জানান, আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামালসহ মাদক আইনে মামলা করে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।