বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সুমি আটক

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:৩৫

অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী শারমিন আক্তার সুমিকে ৩২৪ বোতল ফেনসিডিলসহ আটক করেছে র‌্যাব। 

২৫ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর রূপনগর থানাধীন বেড়িবাঁধ-আশুলিয়া সড়কে অভিযান চালিয়ে র‌্যাব-৪ এর একটি টিম তাকে আটক করে।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সুমি মিরপুর এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এরইমধ্যে মাদক সংশ্লিষ্ট ১৩টি মামলা রয়েছে। দুই মাস আগেও ৪০০ বোতল ফেনসিডিলসহ সুমিকে গ্রেপ্তার করা হলেও সে জামিনে ছাড়া পেয়ে যায়। জামিনে বের হয়ে আবারো মাদক পরিবহনের কাজে লিপ্ত হয় সুমি। 

গত ২৫ জানুয়ারি উত্তরবঙ্গ থেকে একটি ফেনসিডিলের চালান এসেছে, এমন সংবাদের ভিত্তিতে বেড়িবাঁধ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‍্যাব। এসময় আইনরক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের খানিকটা দূরেই গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ী সুমি। এসময়ই তাকে হাতেনাতে আটক করা হয়। তবে সুমির সহযোগী গাড়িচালক আনোয়ার পালিয়ে যেতে সক্ষম হয়। পরে সুমির গাড়িতে তল্লাশি চালিয়ে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

সুমির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।