আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও শেয়ার জব্দের নির্দেশ
প্রকাশ | ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯, ১৩:৪৭
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের ব্যাংক হিসাব ও দুই প্রতিষ্ঠানের এক লাখ ৩৯ হাজার ২৫৫টি শেয়ার জব্দ করার নির্দেশ দিয়েছে আদালত।
২২ জানুয়ারি (মঙ্গলবার) মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে সস্পত্তি জব্দের জন্য অনুমতি (পারমিশন) চেয়ে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
এর আগে গত ৭ জানুয়ারি আফরোজা আব্বাসের বিরুদ্ধে অবৈধভাবে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর শাহজানপুর থানায় মামলা করে দুদক।
মামলার অভিযোগ থেকে জানা যায়, আয়কর নথিতে বিএনপি নেত্রী আফরোজা আব্বাস নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসাবে বর্ণনা করেছেন। কিন্তু পাসপোর্টের তথ্যে বলা হয়েছে, তিনি একজন গৃহিণী, নিজের আয়ের কোনো বৈধ উৎস তার নেই। অথচ তার নামে ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার ৩৬৩ টাকার 'অবৈধ' সম্পদ পাওয়া গেছে। তার 'অবৈধভাবে অর্জিত' সম্পদ হস্তান্তর, রূপান্তর ও অবস্থান গোপন করে 'অসৎ উদ্দেশ্যে' দালিলিক প্রমাণবিহীন 'ভুয়া' ঋণ হিসেবে দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আফরোজা ঢাকা-৯ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।