মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হলেন কামরুন নাহার
প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৯, ১৪:১৭
অনলাইন ডেস্ক
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহারকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২২ জানুয়ারি (মঙ্গলবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতির ১০% কোটায় কামরুন নাহারকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার। তথ্য অধিদপ্তরের প্রধান ছাড়াও এর আগে তিনি গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।