রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জর্ডানের রাজকন্যা
প্রকাশ | ২১ জানুয়ারি ২০১৯, ২১:৪৭
অনলাইন ডেস্ক
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে তাদের নির্যাতনের কথা শুনলেন জর্ডানের রাজকন্যা প্রিন্সেস সাফা ফিরাজ।
২১ জানুয়ারি (সোমবার) দুপুরে উখিয়ার বালুখালী ক্যাম্পে বেসরকারি উন্নয়ন সংস্থা রিক পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তিনি বালুখালী জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) ট্রানজিট ক্যাম্পে যান। এসময় তিনি সেখানে অবস্থান নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
আগামী ২২ জানুয়ারি (মঙ্গলবার) ঢাকায় ফেরার কথা রয়েছে জর্ডানের রাজকন্যার।