রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে জাতিসংঘের বিশেষ দূত

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৩:৪২

জাগরণীয়া ডেস্ক

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি। আগামী ১৯ জানুয়ারি ৬ দিনের সফরে তিনি বাংলাদেশে আসবেন। 

জেনেভার জাতিসংঘ অফিস পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

জাতিসংঘের বিশেষ দূত লি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সেদেশে প্রবেশে অনুমতি দিচ্ছে না। সফরের শেষ দিন ২৪ জানুয়ারি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াংহি লি ২০১৮ সালের জুন মাসেও একবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে বাংলাদেশ সফর করেছিলেন। 
 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত