নোয়াখালীতে গৃহবধূ হত্যার ঘটনায় স্বামী-দেবর গ্রেপ্তার
প্রকাশ | ১১ জানুয়ারি ২০১৯, ১২:৪৪
নোয়াখালীতে যৌতুকের দাবিতে গৃহবধূ জাহেদা খাতুন শাম্মি হত্যার ঘটনায় তার স্বামী আলী আহম্মদ সোহেল (২৭) ও দেবর রুবেলকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ জানুয়ারি (বৃহস্পতিবার) ফেনী জেলার ফুলগাজী থেকে সোহেল ও ফেনী সদরের ট্রাংক রোড থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর রাতে নোয়াখালীর সেনবাগ উপজেলার উত্তর রাজারামপুর গ্রামে যৌতুকের কারণে গৃহবধূ শাম্মীকে নির্যাতন করে পরে গলায় ফাঁস দিয়ে হত্যা করে তার শ্বশুরবাড়ির লোকেরা। পরদিন দাগনভূঁঞা উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে শাম্মীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় স্বজনরা।
এ ঘটনায় নিহতের চাচা আব্দুল আউয়াল বাদী হয়ে তিনজনকে আসামি করে সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী সোহেল ও দেবর রুবেল পলাতক ছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাদের নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।