'গণতন্ত্রহীনতা এবং বিচারহীনতার কারণেই হত্যা-ধর্ষণ-নির্যাতন'
প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৪০
দেশে ‘গণতন্ত্রহীনতার এবং বিচারহীনতার কারণে’-ই পরোক্ষভাবে খুন-ধর্ষণ-নির্যাতন সংঘটিত হচ্ছে- এমনটাই দাবি করেছেন বাম গণতান্ত্রিক নারী সংগঠন এর নেতৃবৃন্দ। ৯ জানুয়ারি (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে বামপন্থি কয়েকটি নারী সংগঠনের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি করেন।
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণ ও দেশব্যাপী নির্যাতনের প্রতিবাদে আয়োজিত সমাবেশে সুবর্ণচরের ঘটনায় জড়িতদের শাস্তি এবং সাভারে পোশাক শ্রমিক সুমন হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবি জানায় বাম গণতান্ত্রিক নারী সংগঠনগুলো।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সুবর্ণচরে ধর্ষণের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারীরা আক্রান্ত হচ্ছে। ‘ভোটারবিহীন জবরদস্তির নির্বাচনের’ মাধ্যমে জয়লাভ করার পর ‘সরকারদলীয় সন্ত্রাসীরা’ বেপরোয়া হয়ে সর্বত্র হামলা নির্যাতন শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।
ঢাকার সাভারে পুলিশের গুলিতে গার্মেন্ট শ্রমিক সুমনের মৃত্যু হয়েছে দাবি করে এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া পোশাক শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন তারা।