চতুর্থ দিনের মতো চলছে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১২:৪১

জাগরণীয়া ডেস্ক

চতুর্থ দিনের মতো ৯ জানুয়ারি (বুধবার) সড়কে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। নতুন মজুরি কাঠামোর বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছে তারা। 

বুধবার সকাল থেকেই রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান করছে আন্দোলনকারীরা। এছাড়া, সাভার ও রাজধানীর দক্ষিণখান এলাকায় শ্রমিকদের বিক্ষোভের খবর পাওয়া গেছে। শ্রমিকদের বিক্ষোভের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ অনুযায়ী বেতন দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালে উল্টো হুমকি-ধমকি দিচ্ছেন তারা।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সকাল থেকেই কালশী ২২তলা গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হতে থাকেন। এরপর মূল সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। আলোচনার মাধ্যমে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

উল্লেখ্য, ৮ জানুয়ারি (মঙ্গলবার) বেতন নিয়ে অসন্তোষ-বিক্ষোভের মধ্যে সুমন মিয়া নামের এক শ্রমিকের মৃত্যু হয়। বিক্ষোভরত শ্রমিকেরা দাবি করেছেন, পুলিশের গুলিতে তিনি মারা গেছেন। এর পরিপ্রেক্ষিতে নতুন মজুরি কাঠামো নিয়ে গতকাল পোশাকশ্রমিকদের ১২ সদস্যের একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত