সুবর্ণচরের গণধর্ষণ: ফাঁসির দাবি মহিলা দলের

প্রকাশ | ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:২৬

অনলাইন ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে ভোট দেয়াকে কেন্দ্র করে চার সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণের ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল।

৫ জানুয়ারি (শনিবার) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবী জানানো হয়।

মানববন্ধন থেকে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেন, এ ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার করা হোক এবং এদেরকে ফাঁসি দেয়া হোক। জড়িতদের ফাঁসি দিলে কেউ আর এমন অপরাধ করতে সাহস পাবে না।

মানববন্ধনে খালেদা জিয়ার উপদেষ্টা সাহিদা রফিক, মহানগর উত্তরের সভাপতি পেয়ারা মোস্তফা, দক্ষিণের সাধারণ সম্পাদক সামছুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ভোটের দিন রাতে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক রুহুল আমিনের পরিকল্পনায় ১০/১২ জন মিলে স্বামী-সন্তানকে বেঁধে রেখে চল্লিশোর্ধ এক নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ঐ নারী বর্তমানে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।