সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে প্রেসক্লাবে মানববন্ধন

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১৬:২৯

জাগরণীয়া ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচরে ভোটের জেরে এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। 

৫ জানুয়ারি (শনিবার) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে এ দাবি করা হয়। 

সমাবেশ থেকে নোয়াখালীর সুবর্ণচরে নৌকা প্রতীকে ভোট না দেওয়ায় চার সন্তানের জননীকে বেদম মারধর ও গণধর্ষণ ঘটনায় নির্দেশদাতাকে এজাহারভুক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। 

এসময় সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য নুরজাহান বেগম, প্রীতিলতা প্রমুখ বক্তব্য দেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত