অভিজিৎ রায়ের মায়ের মরণোত্তর দেহদান

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮

জাগরণীয়া ডেস্ক

চলে গেলেন বিশিষ্ট গবেষক, বিজ্ঞান লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায়ের মা এবং অধ্যাপক অজয় রায়ের স্ত্রী শেফালী রায়। 

গত ৩ জানুয়ারি (বৃহস্পতিবার) ভোর ৬টায় মারা যান শেফালী রায়। তিনি দীর্ঘদিন যাবত নানা শারিরীক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুর পর শেফালী রায়ের মরদেহ ঢাকার আদ-দ্বীন হাসপাতালে দান করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারী বইমেলা থেকে বের হবার পর ধর্মান্ধ মৌলবাদীদের চাপাতির আঘাতে নিহত হন গবেষক, লেখক ও ব্লগার অভিজিৎ রায়। সেসময় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। অসুস্থ মা শেফালী রায়কে দেখতেই সেবছর দেশে এসেছিলেন তিনি। ছেলের মৃত্যুর শোক আর কাটিয়ে উঠতে পারেননি শেফালী রায়। 

মা প্রসঙ্গে অভিজিৎ রায় লিখেছিলেন-‘আমার মা খুব সাধাসিধে আটপৌরে জীবন যাপনে অভ্যস্ত। যত ঝুট-ঝামেলা এড়িয়ে সবার সাথে মানিয়ে শুনিয়ে থাকতে পারাতেই তার শান্তি। তার জীবনের উদ্দেশ্য সংসারটাকে ঠিক রাখা আর আমাদের দু-ভাইয়ের মঙ্গলেই সীমাবদ্ধ। ওই যে ছোটবেলায় কিছু প্রবচণ পড়েছিলাম না – ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ – আমার মা ছিলেন এই প্রবচণ বাস্তবায়িত করার প্রচেষ্টার সার্থক প্রতিভূ। ছোটবেলা থেকে তাইই দেখে এসেছি। তা না হয়ে উপায়ও ছিল না।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত