জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত
প্রকাশ | ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:৩৫
জয়পুরহাট সদরে অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে কামরুন নেছা রেখা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন তার ভাইশামসুদ্দিন বারী বাবু (৫০), যিনি ওই স্কুলের প্রধান শিক্ষক।
৩ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় জয়পুরহাট-গোবিন্ধগঞ্জ সড়কে গুয়াবড়ি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা রেখা কালাই উপজেলার রঘনাথপুর গ্রামের হারুনুর রশিদের স্ত্রী এবং কালাই উপজেলার ইন্দাহার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কামরুন নেছা রেখা ও শামসুদ্দিন বারী বাবু ভাই-বোন এবং তারা একই স্কুল চাকরি করেন। স্কুল ছুটির পর সন্ধ্যায় তারা মোটরসাইকেলে করে জয়পুরহাট শহরে আসার পথে একটি ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এতে দুজনেই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। কিন্তু রেখার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।