দুই স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা, কলেজের অধ্যক্ষ আটক
প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ১৩:২৪
ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রী কলেজ ভবনের শ্রেণীকক্ষে আটকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগে হারুন অর রশিদ নামে এক কলেক অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।
২০ ডিসেম্বর (বৃহস্পতিবার) টাঙ্গাইলের মির্জাপুরে জেলার মহিলা কলেজের চত্বরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কলেজ মাঠে ঐ দুই ছাত্রীসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী ব্যাডমিন্টন খেলছিল। এসময় কলেজ ক্যাম্পাস ঘুরে দেখানোর কথা বলে ঐ শিশুদের ডেকে নেয় কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ। পরে একটি শ্রেণীকক্ষে তাদের বিস্কুট খাইয়ে বাকিদের বের করে দিয়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুই স্কুলছাত্রীকে আটকে রাখে অধ্যক্ষ। পরে তাদের শ্লীলতাহানির চেষ্টা করেন।
এসময় শিক্ষার্থীদের চিৎকারে এক ছাত্রীর মা এগিয়ে গিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে ছাত্রীদের উদ্ধার করেন।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য অধ্যক্ষকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।